অতঃপর বলার কিছুই থাকেনা

১:১৩ AM Posted In Edit This 0 Comments »
"ব্যাস্ততা আমাকে দেয়না অবসর”।সব কিছুই কেম যেন হয়ে যাচ্ছে। আমি জানি না আমার কি কাজ। আমি সময়গলো কাজে লাগাতে জানি না। ঘুমিয়ে আর নেট ব্রাউজিং করে আমার সময় কেটে যায়। প্রতিদিনই কিছু না কিছু কাজ আগামি দিনের জন্য রেখে দেই। আমি কোন কাজই সময়ে করতে পারি না। আমার অলসতার জন্য জীবনে অনেক কিছুই হারিয়েছি। সেটা বুঝতে পারি কিন্তু সেই সীমাবব্ধতা থেকে মুক্তি মিলেনা কিছুতেই। প্রতিদিন বদলে যাওয়ার শপথ নেই। আবার সব কিছু ভুলে সেই আগের মত হয়ে যাই। সেই কল্পনায় বন্যতা আর শরীরে অলসতা নিয়ে আবার ছুটে যাই ব্যর্থদের অনূসরন করতে।মাঝে মধ্যে নিজেকে খুব অসহায় মনে হয়। তখন চোখ বন্ধ করে দুই হাত বাড়িয়ে কারো অস্থিত্বের কল্পনা করি। না, কেই আসে না। আসার কথাও না। আসারতো নিয়মও নেই। সবাইতো ব্যার্থতাকে মাড়িয়ে যেতে চায়। কে কতটা পারে সেটা সে নিজেও জানে না। যখন দাড়ি পরার সময় এসে যায় তখন ভাবতে বসে শুরুর হিসাব। মিলে না সবার। কেউ আমার দলে চলে আসে আর কেউ সফল হয়।আমি খুজে দেখি আমার অতীত সঙ্গিরা কেমন আছে। আমিই আগের মত আছি বাকিরা হয় বদলে গেছে আথবা মরে গেছে। কিন্তু এই শ্রেনিতে কেউই আমাকে সঙ্ঘ দেওয়ার জন্য থাকে না। আমি আবার একা হয়ে যাই।
আরও পড়ুন>>>>>

মধুর যন্ত্রনা

১২:৫৩ AM Posted In Edit This 0 Comments »
আমি জানি সে আমার কথা বিশ্বাস করেনা । তবু যত্ন করে শাঁড়ি পরে। চুল বাঁধে ।...চোখে কাজল দিয়ে ছাদের রেলিং এর ধারে দাঁড়িয়ে থাকে । সে... অপেক্ষা করে । আমি কখনো যাই না । যাবার নিয়ম নেই । অর্থহীন ভালোবাসা আমাকে পিছু টানেনা । কারণ আমাকে তো আর দশটা সাধারন ছেলের মতো হলে চলবেনা । আমাকে হতে হবে অসাধারণ ।♥
আরও পড়ুন>>>>>

ভার্সিটি এবং আমার ব্যার্থতার সাতকাহন

১:১২ AM Posted In Edit This 0 Comments »
ঢাকা ইউনিভার্সিটি ও জাহাঙ্গির নগর ইউনিভার্সিটিতে ট্রাই করে চান্স পাইনি। ২০০৮ সালের জুলাইয়ে ভর্তি হই দেশের অখ্যাত এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনেক স্বপ্ন নিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিংয়ে ভর্তি হই। ভার্সিটির নাম ঢাকা ইন্টারনেশনাল ইউনিভার্সিটি। সূর্য হেলে পশ্চিমে দোলে। ধীরে ধীরে কেটে যাচ্ছে সময়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন বাড়ি ফিরার সময় হয়েছে। কিন্তু দেখা হয়নি কিছুই।( সব কিছু এখনি লেখা সম্ভব না। আশা করি সময় হলে আপডেট করব)যাহোক স্বপ্নের চারায় পানি দেয়ার মত কিছুই পাইনি। দেখি এবার নিজেকে কতটুকু সাহায্য করতে পারি। ভার্সিটি নিয়ে অন্তত ১০টা পোষ্ট লিখা যাবে। ব্যার্থতার সমস্ত সিড়ি এখানেই তৈরি হয়েছে। অনেক হাসি কান্না, তামাশা, প্রতারনা, আনন্দ, আর অনেক বেশী কষ্ট এই ভার্সিটি লাইফেই ঘটেছে। ভার্সিটির প্রিয় বন্ধুদের মধ্যে সাকিরুল ইসলাম, শাহীদুল ইসলাম, সন্জয়, ইয়াকুব, নিরন্জন, উজ্জল, সুজন আরো অনেক। ওরা অনেক হেল্পফুল। আমার বিভিন্ন সমস্যায় ওদের কাছ থেকে অনেক হেল্প পাই।
আরও পড়ুন>>>>>

নির্জন বিষন্নতা

১:০৯ AM Posted In Edit This 0 Comments »
আমি খুবই অস্থির একজন মানুষ। সারাক্ষন স্বিদ্ধান্তহীনতায় ভূগি। সবসময় হতাশা লেগেই আছে। আমি মাঝেমাঝে ইনসিকিউর ফিল করি। আমার কোন ডেস্টিনেশন নাই। সময় চলে যাচ্ছে প্রতিদিনের মত আজও। খুব খারাপ একটা দিন পার করলাম। আমার আলসেমিটা বোধ হয় কখনোই যাবে না। আমি সময়ের মূল্য দিতে পারছিনা। মানুষের সময়গলো নাকি অনেক মূল্যবান, কই…? আমি তো বেঁচে আছি এখনো আমার সময়েরতো মূল্য খুজে পাচ্ছিনা।আমার প্রতিটা দিন একই রকম কাটে। সকালে যখন ঘুম থেকে উঠি দেখি সূর্য উঠেছে। তখন মনে পরে আজ কেটে যাচ্ছে আরেকটা দিন। সূর্যাস্তের পর কখনো মনে পরে না আজ কোন নতুন কিছু পেয়েছি কিনা। এমন কি কষ্টগুলোও সেই আদিম আর বন্য। এভাবেই কাটিয়ে দেই আমার সময়গুলো। তবে মাঝে মাঝে নিজেকে খুব সুখি মনে হয়। ভেসে যেতে ইচ্ছে করে সমুদ্রে অথবা নিলিমায়। আমার হারিয়ে যেতে খুব ইচ্ছে হয়। আবার কখনো ইচ্ছে হয় সিনবাদের মত জাহাজের পাল উরিয়ে দেই। আমার বাস্তবতা আমাকে ফাঁকি দিলেও স্বপ্নগুলো আমাকে সারাক্ষন সঙ্গদেয়। আর আমি এভাবেই আনন্দ পাই প্রত্যেকটা সময়।
আরও পড়ুন>>>>>

আমার প্রিয় গান ও লিরিক

১:০০ AM Posted In Edit This 0 Comments »
আমি গান শুনতে খুব পছন্দ করি। হাবিব, তাহসান, তপু আরও অনেকের গানই শুনি। হিন্দি গানও আমার খুব পছন্দ। যা হোক আমার প্রিয় গানটি হলFive Hundred Miles -by The Brothers Fouryoutube link  এর জন্য ক্লিক করুন  
গানটির লিরিক: 
If you miss the train I'm on,
You will know that I am gone, 
You can hear the whistle blow a hundred miles.
A hundred miles, a hundred miles,
A hundred miles, a hundred miles,
you can hear the whistle blow a hundred miles.

Lord, I'm one, Lord, I'm two,
Lord,I'm three, Lord, I'm four,
Lord,I'm five hundred miles a way from home.
Away from home, away from home,
Away from home, away from home,
Lord, I'm five hundred miles away from home.

Not a shirt on my back,
Not a penny to my name.
Lord, I can't go back home this-a way.
This-a way, this-a way,This-a way, this-a way,
Lord, I can't go back home this-a way.

If you miss the train I'm on,
You will know that I am gone,
You can hear the whistle blow a hundred miles.
A hundred miles, a hundred miles,
A hundred miles, a hundred miles,
You can hear the whistle blow a hundred miles.
আরও পড়ুন>>>>>