সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমার প্রিয় গান ও লিরিক

আমি গান শুনতে খুব পছন্দ করি। হাবিব, তাহসান, তপু আরও অনেকের গানই শুনি। হিন্দি গানও আমার খুব পছন্দ। যা হোক আমার প্রিয় গানটি হলFive Hundred Miles -by The Brothers Fouryoutube link  এর জন্য ক্লিক করুন  
গানটির লিরিক: 
If you miss the train I'm on,
You will know that I am gone, 
You can hear the whistle blow a hundred miles.
A hundred miles, a hundred miles,
A hundred miles, a hundred miles,
you can hear the whistle blow a hundred miles.

Lord, I'm one, Lord, I'm two,
Lord,I'm three, Lord, I'm four,
Lord,I'm five hundred miles a way from home.
Away from home, away from home,
Away from home, away from home,
Lord, I'm five hundred miles away from home.

Not a shirt on my back,
Not a penny to my name.
Lord, I can't go back home this-a way.
This-a way, this-a way,This-a way, this-a way,
Lord, I can't go back home this-a way.

If you miss the train I'm on,
You will know that I am gone,
You can hear the whistle blow a hundred miles.
A hundred miles, a hundred miles,
A hundred miles, a hundred miles,
You can hear the whistle blow a hundred miles.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার সম্পর্কে

আমার ওজন আছে, স্থান দখল করি। আমাকে ধাক্কা দিলে নির্দিষ্ট বল ছাড়া নড়ানো যায় না, তবুও লোকে আমাকে অপদার্থ বলে। যেহেতু ব্যাপারটা পদার্থবিজ্ঞান মেনে নেয় না, তাই অত চিন্তা করি না। আমার নাম মোহাম্মদ আল আমিন। কতজন বিশ্বাস করে তা বলা কঠিন, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজের সম্পর্কে আর কী বলব বুঝতে পারছি না। তবে কিছু স্বভাবের কথা বলি। বন্ধুরা আমার খুব প্রিয় হলেও তাদের কাছ থেকে দূরে থাকি। মেয়েদের প্রতি আগ্রহ আছে, তবে আসক্তি নেই। বিছানা আমার খুব প্রিয়—তবে ঘুমানোর জন্য নয়। NASA, মার্কিন সিনেট, তালেবান, হামাস থেকে শুরু করে নক্ষত্র ও গ্রহাণুপুঞ্জেও চলে যাই এই বিছানায় শুয়ে। যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবিষ্কার করি কোনো গ্রহ অথবা গাজাকে স্বাধীন করি ইসরাইলের হাত থেকে, তখন ঘুম এসে যায় চোখে। অলস শব্দটা সম্ভবত আমার জন্যই। আমি খুব খেতে পছন্দ করি। যে খাবার জীবনেও দেখিনি, সেটাও খেতে আপত্তি করি না। প্রিয় স্বাদ ঝাল, অপছন্দ মিষ্টি। আমার কিন্তু ডায়াবেটিস নেই। ভালোবাসি বেঁচে থাকাটা, ভালো লাগে না ঢাকায় থাকাটা। ইচ্ছে করে একা একা হাঁটি, সমস্যা হল ঢাকার রাস্তায় জীবন এখন ঝুঁকির মধ্যে থাকে। ভালো লাগে হালকা শীতে টেবিল ফ্যান চ...

কিছু কিছু নম্বর থেকে আর আসবে না কোন ফোন।

কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন। কিছু কিছু এস এম এস পরে আর হাসবে না এই মন। কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি ,,, >কোন কোন গলি তে করবে না মন হাটা হাঁটি। >কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন।> খুঁজবো না আমি ,,, খুঁজবেনা এই মন ......খুঁজবেনা এই চারপাশ কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ যাবেনা ফিরানো তবু ফিরানো মিলছে আশ্বাস অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন হারানর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ অনেক একায় অনেক ভিতরকে খুজে ফিরি একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন কিছু কিছু এস এম এস পরে আর হাসবে না এই মন............ কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি কোন কোন গলি তে করবে না মন হাটা হাঁটি কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন কিছু কিছু এস এম এস পরে আর হাসবে না এই মন...........;- (

ভালবাসা!

ভালোবাসা কার্ড বা গিফট এর মধ্যে থাকেনা যখন রাস্তা পার হবার সময় আমি তোমার হাত ধরে রাখি সেটাই ভালবাসা! ভিড়ের মধ্যে তোমাকে খুজে পেয়ে আমার মিস করা হার্টবিট গুলো আবার নিয়ন্ত্রিত তালে চলতে থাকে .. যখন তুমি আমাকে নিশ্চিত কর আমাকে কখনো ছেড়ে যাবেনা ভালোবাসা হচ্ছে অকারনেই তোমার অজস্র কথার তুবড়ি!! ভালোবাসা হচ্ছে যখন গোপনে তুমি আমার সাফল্লের জন্য প্রার্থনা কর!!