সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই ৮, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সেই দিন দেখা হয়েছিল

আমার এক বন্ধু ,  আমরা মাধ্যমিকেএকসাথে পড়তাম। আজ অনেক দিন পর সে আমাকে জিঙ্গেস করল আমিকেমন আছি। তাকে বলতে পারিনাই সবাইতো ভাল থাকতে পারেনা। কেমন যেন বিরক্তিকর লাগলআজ। একটু আবেগও কাজ করলনা। সত্যি আমি আর নেই সে আমি। যাহোক ,  তার একটা বাচ্চাহয়েছে। এখন সে পুরো দস্তুর গৃহিনি। তাকে বললাম স্রোতে বাসিয়ে দিয়েছি নিজেকে।কোন ডেসটিনেশন নাই। তবে একটা প্রবল চাওয়া আছে ,  যেন ভাল থাকি সবসময়।