সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কিছু কিছু নম্বর থেকে আর আসবে না কোন ফোন।

কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন। কিছু কিছু এস এম এস পরে আর হাসবে না এই মন। কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি ,,, >কোন কোন গলি তে করবে না মন হাটা হাঁটি। >কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন।> খুঁজবো না আমি ,,, খুঁজবেনা এই মন ......খুঁজবেনা এই চারপাশ কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ যাবেনা ফিরানো তবু ফিরানো মিলছে আশ্বাস অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন হারানর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ অনেক একায় অনেক ভিতরকে খুজে ফিরি একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন কিছু কিছু এস এম এস পরে আর হাসবে না এই মন............ কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি কোন কোন গলি তে করবে না মন হাটা হাঁটি কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা কোন ফোন কিছু কিছু এস এম এস পরে আর হাসবে না এই মন...........;- (

শিখতে হবে সবখানে- সালমান খান-খান একাডেমি

বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের জন্ম ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে। সম্প্রতি টাইম ম্যাগাজিন নির্বাচিত বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন সালমান। ১০ মে ২০১২ রাইস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি বক্তৃতা দেন। বক্তৃতাটির ভাষান্তর।   আজ এখানে বক্তৃতা দিতে পারা আমার জন্য সত্যিই এক বিরাট সম্মানের ব্যাপার। আমি বেশ বুঝতে পারছি যে, এখানে দাঁড়ানোয় ৩৫ বছরের নিজেকে তোমাদের তুলনায় অনেক বয়স্ক দেখাচ্ছে! কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছে, আমি যেন আমার ছোট ভাইবোনদের কিছু বলতে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে কিছু চিন্তাভাবনা শেয়ার করতে চাই। এমন কিছু ব্যাপার, যা নিয়ে আমি স্বপ্ন দেখি, দেখতাম এবং এখনো দেখছি। কিছুক্ষণের মধ্যেই তোমরা একটি বড় ডিগ্রি অর্জন করতে যাচ্ছো। নিঃসন্দেহে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মান। এই সম্মান তোমাদের জীবনকে অনেকখানি এগিয়ে দেবে। তোমাদের এই অর্জন কাজে লাগিয়ে কীভাবে পৃথিবীর সামগ্রিক উন্নয়ন আরও বৃদ্ধি করা যায়, পৃথিবীটাকে আরেকটু সুন্দর করা যায়, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে। ২০০৯ সালে আমি যখন খান একাডেমি শুরু করি তখন আমি একটা সাজানো-গোছ...

ভালবাসা!

ভালোবাসা কার্ড বা গিফট এর মধ্যে থাকেনা যখন রাস্তা পার হবার সময় আমি তোমার হাত ধরে রাখি সেটাই ভালবাসা! ভিড়ের মধ্যে তোমাকে খুজে পেয়ে আমার মিস করা হার্টবিট গুলো আবার নিয়ন্ত্রিত তালে চলতে থাকে .. যখন তুমি আমাকে নিশ্চিত কর আমাকে কখনো ছেড়ে যাবেনা ভালোবাসা হচ্ছে অকারনেই তোমার অজস্র কথার তুবড়ি!! ভালোবাসা হচ্ছে যখন গোপনে তুমি আমার সাফল্লের জন্য প্রার্থনা কর!!