ভালবাসা!

১:৪৩ AM Posted In Edit This 0 Comments »
ভালোবাসা কার্ড বা গিফট এর মধ্যে থাকেনা
যখন রাস্তা পার হবার সময় আমি তোমার হাত ধরে রাখি সেটাই ভালবাসা!
ভিড়ের মধ্যে তোমাকে খুজে পেয়ে আমার মিস করা হার্টবিট গুলো আবার নিয়ন্ত্রিত তালে চলতে থাকে ..
যখন তুমি আমাকে নিশ্চিত কর আমাকে কখনো ছেড়ে যাবেনা
ভালোবাসা হচ্ছে অকারনেই তোমার অজস্র কথার তুবড়ি!!
ভালোবাসা হচ্ছে যখন গোপনে তুমি আমার সাফল্লের জন্য প্রার্থনা কর!!
আরও পড়ুন>>>>>

অদ্ভুত ভুল

৯:২৫ AM Posted In Edit This 0 Comments »
আমরা যখন ছোট ছিলাম, তখন পেন্সিল
ব্যবহার করতাম।।
কিন্তু এখন আমরা কলম ব্যবহার
করি।।
কেন জানেন??
...
কারণ ছোটবেলার ভুলগুলো রাবার
দিয়ে মুছে ফেলা যেত।।
কিন্তু বড় হওয়ার পর আর তা যায় না!!
কথাটা অদ্ভুত মনে হলেও এটাই সত্য !
আরও পড়ুন>>>>>

তাই আজ থেকে আমি সাদা কালো

২:১৭ PM Posted In Edit This 0 Comments »
আজকের পর থেকে নিরিবিলি সেজে গুজে ছবিও তুলবো না , কারন সেই ছবি দেখার মানুষটি নেই ♥ আজকের পর থেকে আর হাসবো না , কারন হাসি দেখে খুশি হওয়ার পাগলা টা আর নেই ♥ আজকের পর থেকে আর গান শুনবো না , কারন গান শুনানোর সেই পাখিটি আর নেই ♥ আজকের পর থেকে আর লিখবনা , কারন লিখার নায়ক আর নেই ♥ আজকের পর থেকে আর আদর করে কাউকে ডাকা হবেনা , কারন সেই আদরের পুতুল টি আর নেই ♥ আজকের পর থেকে খাবার নিয়ে আর কারো জন্য অপেক্ষা করা হবেনা , কারন খাইয়ে দেওয়ার ভুস্কু টা আর নেই ♥ আজ থেকে খিল খিল হাসি আর হবেনা , কারন পচানোর আবুল টা আর নেই ♥ আজ থেকে আর গিফট কিনা হবেনা , কারন গিফট পেয়ে হিহি করে হাসি দেওয়ার বিল্লি টা আর নেই ♥ আজকের পর থেকে অনেক কিছুই আর হবেনা , কারন কোনও কিছু হওয়ার আর কোনও কারন নেই ♥ আজ থেকে আমি আর অভিমানী না , কারন মান ভাঙানোর কেউ নেই ♥ আজ থেকে আমি '' সাদা কালো '' কারন সব রং নিয়ে চলে গেছ তুমি ♥ শুধু আকাশের দিকে চেয়ে থেকে তোমার ভাবনায় অশ্রু ঝরবে ♥ দিবা নিশি তোমার স্মৃতি হাতড়ে বেড়াবে এই মন ♥ নির্ঘুম রাত্রি কাটবে কেদে কেদে ♥ জীবন চলবে তোমার অপেক্ষায় ♥ আর জানি , সামনে অনেক কষ্ট , এত কষ্ট , যে একটা সময় ভুলে যাব , সুখ বলে কিছু ছিল এই দুনিয়ায় ♥ অনেক অনেক সুখ কামনা তোমার জন্য , ভাল থেকো , ♥ ♥ ♥ কেউ আর জালাবেনা , ♥ কেউ আর কাদাবেনা , ♥ কেয় আর গান শুনতে চাইবেনা , ♥ কেউ আর রাগ করে না খেয়েও থাকবেনা , ♥ কেউ আর আদর করে ডাকবে না , ♥ কেউ আর কষ্ট শেয়ার করবেনা , ♥ কেউ আর কষ্ট ভাগ করেও নিবেনা ,♥ কেউ আর ................................. আর কিছুই মনে পরছেনা , চোখ ভিজে আসছে , দেখতে পারছিনা , হাত অবস হয়ে আসছে , লিখতেও পারছিনা , তুমি আর নেই জীবনে , অভিমানীও নেই এই জগতে , তাই আজ থেকে আমি সাদা কালো ♥
আরও পড়ুন>>>>>

কেউ কেউ কি এমন থাকে না

১২:৪০ AM Posted In Edit This 0 Comments »
কেউ কেউ তো থাকে এমন
যার কেন ঘর হয় না, উঠোন হয় না।

কেউ কেউ তো থাকেই এমন

শহর ভর্তি মানুষ, অথচ

ভালোবাসর একজন মানুষ জোটে না।

কেউ কেউ কি এমন থাকে না

সারা জীবন পাখি এবং আকাশ দেখতে দেখতে

মানুষ এবং অরণ্য দেখতে দেখতে

সমুদ্র এবং শূণ্যতা দেখতে দেখতে বয়স বাড়ে !

আর বয়স বাড়তে বাড়তে এমনও কি হয় না

যে ধসে যাবার আগ মুহুর্তে

আর একটি জীবন চায় - জীবন - যাপনের?

হয় না এমন তো নয়, হয়।

( @ তসলিমা নাসরীন
আরও পড়ুন>>>>>

মা-বাবা তোমাদের সত্যিই অনেক ভালবাসি।

১১:৪২ PM Posted In Edit This 0 Comments »
পেন্সিলঃ আই এম সরি।:(

ইরেজারঃ কেন? তুমি তো কোনো ভুল করোনি।

পেন্সিলঃ আমি সরি এজন্য যে তুমি আমার জন্য সবসময় কষ্ট পাও,যখনই আমি কোনো ভুল করি,তুমি সব সময় তা মুছে দেয়ার জন্য প্রস্তুত থাকো,কিন্তু যতবারই তুমি আমার ভুলগুলো গায়েব করে দাও তুমি নিজের কিছুটা অংশ হারাও,প্রতিবারই ছোট থেকে আরো ছোট হয়ে যাও।


ইরেজারঃ এটা সত্যি,কিন্তু তুমি দুঃখ কোরো না।দেখ,আমাকে বানা্নোই হয়েছে এই কাজটি করার জন্য।আমি তৈরীই হয়েছি তুমি কোনো ভুল করলে তোমাকে সাহায্য করার জন্য।যদিও আমি জানি যে এই কাজে একদিন নিজেকে পুরোটাই নিঃশেষ করে দিতে হবে।তবু আমি আমার কাজ করে সুখী।তাই প্লিজ,চিন্তা কোরো না,তুমি দুঃখে আছো দেখতে খুব খারাপ লা্গে :)

আমাদের বাবা-মা ইরেজারের মত আর আমরা সন্তানরা পেন্সিলের মত।বাবা-মা সবসময় তার সন্তানদের পাশে থাকে তাদের ভুল গুলো মুছে ফেলার জন্য,সংশোধন করার জন্য।এইকাজে তারা নিজেদের নিঃশেষ করে দেয় ও ধীরে ধীরে ছোট হয়ে যায় (বুড়ো হয়ে যায় এবং একদিন এই পৃথিবী ছেড়েই চলে যায়).

আমরা নিজেদের বড় হওয়া নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে ভুলে যাই তারাও বড় হচ্ছে,তাদেরও বয়স বাড়ছে।
আরও পড়ুন>>>>>