মা-বাবা তোমাদের সত্যিই অনেক ভালবাসি।
১১:৪২ PM Posted In আমার মা-বাবা। Edit This 0 Comments »পেন্সিলঃ আই এম সরি।:(
ইরেজারঃ কেন? তুমি তো কোনো ভুল করোনি।
পেন্সিলঃ আমি সরি এজন্য যে তুমি আমার জন্য সবসময় কষ্ট পাও,যখনই আমি কোনো ভুল করি,তুমি সব সময় তা মুছে দেয়ার জন্য প্রস্তুত থাকো,কিন্তু যতবারই তুমি আমার ভুলগুলো গায়েব করে দাও তুমি নিজের কিছুটা অংশ হারাও,প্রতিবারই ছোট থেকে আরো ছোট হয়ে যাও।
ইরেজারঃ এটা সত্যি,কিন্তু তুমি দুঃখ কোরো না।দেখ,আমাকে বানা্নোই হয়েছে এই কাজটি করার জন্য।আমি তৈরীই হয়েছি তুমি কোনো ভুল করলে তোমাকে সাহায্য করার জন্য।যদিও আমি জানি যে এই কাজে একদিন নিজেকে পুরোটাই নিঃশেষ করে দিতে হবে।তবু আমি আমার কাজ করে সুখী।তাই প্লিজ,চিন্তা কোরো না,তুমি দুঃখে আছো দেখতে খুব খারাপ লা্গে :)
আমাদের বাবা-মা ইরেজারের মত আর আমরা সন্তানরা পেন্সিলের মত।বাবা-মা সবসময় তার সন্তানদের পাশে থাকে তাদের ভুল গুলো মুছে ফেলার জন্য,সংশোধন করার জন্য।এইকাজে তারা নিজেদের নিঃশেষ করে দেয় ও ধীরে ধীরে ছোট হয়ে যায় (বুড়ো হয়ে যায় এবং একদিন এই পৃথিবী ছেড়েই চলে যায়).
আমরা নিজেদের বড় হওয়া নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে ভুলে যাই তারাও বড় হচ্ছে,তাদেরও বয়স বাড়ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন