ভার্সিটি এবং আমার ব্যার্থতার সাতকাহন
১:১২ AM Posted In ভার্সিটি ও কতক গল্প Edit This 0 Comments »ঢাকা ইউনিভার্সিটি ও জাহাঙ্গির নগর ইউনিভার্সিটিতে ট্রাই করে চান্স পাইনি। ২০০৮ সালের জুলাইয়ে ভর্তি হই দেশের অখ্যাত এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনেক স্বপ্ন নিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিংয়ে ভর্তি হই। ভার্সিটির নাম ঢাকা ইন্টারনেশনাল ইউনিভার্সিটি। সূর্য হেলে পশ্চিমে দোলে। ধীরে ধীরে কেটে যাচ্ছে সময়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন বাড়ি ফিরার সময় হয়েছে। কিন্তু দেখা হয়নি কিছুই।( সব কিছু এখনি লেখা সম্ভব না। আশা করি সময় হলে আপডেট করব)যাহোক স্বপ্নের চারায় পানি দেয়ার মত কিছুই পাইনি। দেখি এবার নিজেকে কতটুকু সাহায্য করতে পারি। ভার্সিটি নিয়ে অন্তত ১০টা পোষ্ট লিখা যাবে। ব্যার্থতার সমস্ত সিড়ি এখানেই তৈরি হয়েছে। অনেক হাসি কান্না, তামাশা, প্রতারনা, আনন্দ, আর অনেক বেশী কষ্ট এই ভার্সিটি লাইফেই ঘটেছে। ভার্সিটির প্রিয় বন্ধুদের মধ্যে সাকিরুল ইসলাম, শাহীদুল ইসলাম, সন্জয়, ইয়াকুব, নিরন্জন, উজ্জল, সুজন আরো অনেক। ওরা অনেক হেল্পফুল। আমার বিভিন্ন সমস্যায় ওদের কাছ থেকে অনেক হেল্প পাই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন