কিছু ভাল লাগার জিনিস

১:১৬ AM Posted In Edit This 0 Comments »

প্রিয় বই 
- নৌকা ডুবি-> রবীন্দ্রনাথ ঠাকুর ( নৌকাডুবি তিন বার পরেছি। আরও অনেক বার পরার ইচ্ছে আছে। যারা বই পরাকে ভালবাসেন তারা একবার পরে দেখবেন। অসাধারন একটা উপন্যাস) 
-গড ফাদার-> মারিও পুজো ( কি বলব বিশাল এক বই। যত বার পরি ভাল লাগে। এই বইয়ের মাধ্যমে ইংরেজী লেখকদের বই পড়া শুরু। আমি জীবনেও এই বইয়ের কথা ভুলতে পারবনা। দারুন ওকটা বই। 
-লা মিসারেবল->ভিক্টর হুগো ( টাচিং একটা বই। অসাধারন। যত বার পড়ি কষ্ট পাই) 
প্রিয় লেখক 
- শরৎ চন্দ্র চট্রোপধ্যায় 
-কাজী নজরুল ইসলাম 
-হুমায়ুন আহমেদ 
অবসরে যা ভাললাগে 
-নেট ব্রাউজ 
-ঘুম 
-ভ্রমন 
প্রিয় খেলা 
-ক্রিকেট। ( অন্য কোন খেলাকে ক্রিকেটের ১০০০ ভাগের একভাগও ভাল লাগে না) 
প্রিয় দল 
-বাংলাদেশ ক্রিকেট টিম 
-ইংল্যান্ড ক্রিকেট টিম 
-ব্রাজিল ও পর্তুগাল ফুটবল টিম 
-ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ 
প্রিয় খেলোয়ার 
-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 
-কেভিন পিটারসেন 
-ডেনিয়েল ভেটরি 
-রিকার্ডো কাকা 
প্রিয় মুভি 
-টাইটানিক ( যতবার দেখি প্রতিবার মনে হয় আজই প্রথম দেখছি)-ব্যাচেলর 
-হাজার বছর ধরে 
প্রিয় নায়ক 
-লিওনার্দি দি কেপ্রিও 
-আমির খান 
-( কোন নায়িকাই ভালো লাগে না) 
প্রিয় গান 
-ফাইভ হান্ড্রেড মাইলস-> দি ব্রাদারস ফোর 
-সপ্নের চেয়ে মধুর-> হাবিব 
প্রিয় খাবার-ভাত ও ভাতের সাথে যে কোন কিছু। যা ছাড়া আমার একদম হয় না। 
-চানাচুর, ঝালমুড়ি, সিঙ্গারা, ফ্রাইড চিকেন আর সফট ড্রিংকস।