মাধ্যমিক বিদ্যালয়।

৭:১৯ PM Posted In Edit This 0 Comments »
২০০০ সালের জানুয়ারী মাস। আমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম দিন। জানুয়ারী মাসে তখন হাড় কাপানো শীত পড়ত। চাঁদপুর জোলার মতলব থানার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নাম জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। দিনক্ষন মনে নাই শুধু মনে আছে আমি ও আমার দুই কাজিন একসাথে গিয়েছিলাম ভর্তি হতে। যাহোক, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন একটু দেরি করে ফেলেছিলাম। প্রথমে ইংরেজি ক্লাস ছিল। সংকর স্যার ছিলেন মাধ্যমিকের আমার প্রথম শিক্ষক। প্রথম প্রথম সব কিছুই অন্য রকম। সেদিন খুবই উপভোগ করেছিলাম।ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানেই পড়াশোনা করি। সম্ভবত আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতিময় অধ্যায়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমি স্কুলের হোষ্টেলে থেকে পড়াশোনা করি। হোষ্টেল জীবনের কথা আমি জীবনেও ভুলতে পারবনা। খুব খুব মজার ছিল সেই সময় গুলো। এখন সেই সময়গুলো খুবই মিস করি।আমি ২০০৫ সালে বিঙ্জান বিভাগ থেকে এসএসসি পরিক্ষা দেই। আমরা যখন পরিক্ষা দেই তখন আমাদের সময়গুলো খুবই দারুন ছিল। হোষ্টেল থেকে রিক্সা অথবা ট্রলারে করে পরিক্ষা দিতে যেতাম। ওহ......... সেই দিনগুলো কি দারুন ছিল। আজ আবার সেই দিনগুলো ফিরে পেতে খুব ইচ্ছে করতেছে। জানি তা ফিরে পাওয়া সম্ভব না। তবু ও নষ্টালজিক আমি বারবার ফিরে পেতে চাই সেই সময়। আমার মনে হয় যদি আবার ভর্তি হতে পারতাম জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক অধ্যায়টা আমার জীবনের শ্রেষ্ট সময়। ওই সময়ের বন্ধুদের মধ্যে বিভূতি, ইসরাফিল, হেলাল, মফিজুল ইসলাম, এনামুল এবং আরো অনেক। ওদের অনেক মিস করি। স্যারদের মধ্যে মনিরুজ্জামান স্যার, আবুল হাসেম, মোস্তফা স্যারের কথা খুব মনে পরে।
আরও পড়ুন>>>>>