কিছু ভাল লাগার জিনিস

১:১৬ AM Posted In Edit This 0 Comments »
প্রিয় বই 
- নৌকা ডুবি-> রবীন্দ্রনাথ ঠাকুর ( নৌকাডুবি তিন বার পরেছি। আরও অনেক বার পরার ইচ্ছে আছে। যারা বই পরাকে ভালবাসেন তারা একবার পরে দেখবেন। অসাধারন একটা উপন্যাস) 
-গড ফাদার-> মারিও পুজো ( কি বলব বিশাল এক বই। যত বার পরি ভাল লাগে। এই বইয়ের মাধ্যমে ইংরেজী লেখকদের বই পড়া শুরু। আমি জীবনেও এই বইয়ের কথা ভুলতে পারবনা। দারুন ওকটা বই। 
-লা মিসারেবল->ভিক্টর হুগো ( টাচিং একটা বই। অসাধারন। যত বার পড়ি কষ্ট পাই) 
প্রিয় লেখক 
- শরৎ চন্দ্র চট্রোপধ্যায় 
-কাজী নজরুল ইসলাম 
-হুমায়ুন আহমেদ 
অবসরে যা ভাললাগে 
-নেট ব্রাউজ 
-ঘুম 
-ভ্রমন 
প্রিয় খেলা 
-ক্রিকেট। ( অন্য কোন খেলাকে ক্রিকেটের ১০০০ ভাগের একভাগও ভাল লাগে না) 
প্রিয় দল 
-বাংলাদেশ ক্রিকেট টিম 
-ইংল্যান্ড ক্রিকেট টিম 
-ব্রাজিল ও পর্তুগাল ফুটবল টিম 
-ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ 
প্রিয় খেলোয়ার 
-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 
-কেভিন পিটারসেন 
-ডেনিয়েল ভেটরি 
-রিকার্ডো কাকা 
প্রিয় মুভি 
-টাইটানিক ( যতবার দেখি প্রতিবার মনে হয় আজই প্রথম দেখছি)-ব্যাচেলর 
-হাজার বছর ধরে 
প্রিয় নায়ক 
-লিওনার্দি দি কেপ্রিও 
-আমির খান 
-( কোন নায়িকাই ভালো লাগে না) 
প্রিয় গান 
-ফাইভ হান্ড্রেড মাইলস-> দি ব্রাদারস ফোর 
-সপ্নের চেয়ে মধুর-> হাবিব 
প্রিয় খাবার-ভাত ও ভাতের সাথে যে কোন কিছু। যা ছাড়া আমার একদম হয় না। 
-চানাচুর, ঝালমুড়ি, সিঙ্গারা, ফ্রাইড চিকেন আর সফট ড্রিংকস।
আরও পড়ুন>>>>>

কলেজের সংক্ষিপ্ত সময় ( এইচএসসি )

১২:৫৮ AM Posted In Edit This 0 Comments »

মুন্সি আজিম উদ্দিন কলেজেভর্তি হই ২০০৫ সালে। কলেজে খুব বেশী মজার স্মৃতি নেই। তবে কলেজের হোষ্টেলজীবনটা আজও মিস করি। বিশেষ করে স্যার যখন ঘুমিয়ে পড়ত তখন আমরা ছাদেআড্ডা দিতাম আর মাঝেমাঝে কার্ড খেলতাম। এনামুল, নুরে আলম, মাসুদ পারভেজ, কাউসার আমার খুব কাছের বন্ধু ছিল। ওদের সাথে এখনতেমনযোগাযোগ হয় না। আরআমার প্রিয় শিক্ষকের নাম আল আমিন। স্যার আমাকে খুব ভালবাসত আমিও। ওখনোস্যারের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। ২০০৭ সালে আমি এইচএসসিপরিক্ষাদেই।
আরও পড়ুন>>>>>